স্বাগতম আপনাদের সকলকে। আপনারা যারা Kodular দিয়ে অ্যাপ বানান আজকের পোস্টটি আপনাদের অনেক কাজে লাগবে। আজ আমি আপনাদের মাঝে একটা খুবই কাজের Extension শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক।
আমার যখন Kodular এ এন্ড্রয়েড অ্যাপ বানাই তখন সাধারণত নানান ধরনের random text লেখার প্রয়োজন পড়ে, তখন আমরা বুঝতে পারি না কি লিখব। তাই আমরা মূলত lorem ব্যবহার করে থাকি। কিন্তু এটি সত্য যে Kodular এ সরাসরি ব্যবহার করা যায় না। তাই আজ আমি আপনাদের মাঝে একটা Lorem Generator extension শেয়ার করছি।
এটিতে মাত্র একটি ব্লক রয়েছে যেটি ব্যবহার করে সরাসরি নির্দিষ্ট সংখ্যক অক্ষরের বাক্য ডা শব্দ তৈরি করা সম্ভব। এটি আপনারা Label, Textbox, Notifier, Snackber যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
Extension Link: https://community.kodular.io/t/lorem-ipsum-extension-free/254097
ব্যবহারের নিয়ম:
১. সর্বপ্রথম Extension টি আপনার প্রজেক্টে import করুন এবং যে স্ক্রীনে প্রয়োজন সেখানে Drag & Drop করুন।
২. GenerateLoremIpsum ফাংশন ব্যবহার করে Lorem Ipsum লেখা তৈরির জন্য কতো গুলো Paragraph এবং কতো লাইনে তৈরি করতে চান তা দিতে হবে। তাহলেই আপনার প্রজেক্টে Lorem Ipsum Text দেখাবে।
Example:
এখানে 3টি Paragraph এবং 5টি বাক্য বিশিষ্ট Lorem Ipsum তৈরি করা দেখানো হয়েছে।
আপনাদের যেকোনো সমস্যায় Kodular Community তে গিয়ে Extension Developer কে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।